Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিশ্ব ডিম দিবস, ২১ উদযাপিত।
বিস্তারিত

বিশ্ব ডিম দিবস,২১ উপলক্ষ্যে ০৭,১০,২১ তারিখ, জেলা প্রাণিসম্পদ দপ্তর, রাংগামাটির উদ্যোগে এক র‌্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। র‌্যালীর নেতৃত্ব প্রদান এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন, ডা বরুন কুমার দত্ত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাংগামাটি পার্বত্য জেলা। ডা দেবরাজ চাকমা, ভেটেরিনারি সার্জন, জেলা ভেটেরিনারি হাসপাতাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জনাব মো আবু তাহের, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, আঞ্চলিক হাঁস প্রপনন খামার, রাংগামাটি এবং সরকারী মুরগি প্রজনন ও উন্নয়ন খামার থেকে বক্তব্য রাখেন পিডিও জনাব মো আশরাফুল আলম,এবং উসপ্রাক রতন কুমার দে। ডিম দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হল, "প্রতিিদন ডিম খাই,রোগ প্রতিরোধ শক্তি বাড়াই"। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন। ,

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
12/10/2021
আর্কাইভ তারিখ
08/06/2022